শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হাছান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক / ১০৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার উগান্ডার রাজধানী কাম্পালায় তাঁরা এ বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাম্পালায় ১৯তম জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান ড. এস জয়শঙ্কর। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় ও দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

১৯তম ন্যাম ও তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ।পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর