শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

বেক্সিমকো ইসলামিক আইকন এখন আন্তর্জাতিক অঙ্গনে

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৯৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৫:১৫ অপরাহ্ণ

সিজন ৩

নিজস্ব প্রতিবেদক : “বেক্সিমকো ইসলামিক আইকন”-সিজন ৩ এবার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করলো। ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে এবার লড়বেন বাংলাদেশ ছাড়াও ভারত, সৌদিআরব, ইংল্যান্ড, পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, তুরস্ক, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের আলেমে দ্বীন, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্ট ও খতিবগণ।

অনুষ্ঠানের আয়োজক গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক আইকন এর চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী বলেন, জ্ঞানভিত্তিক এই রিয়েলিটি শো এর সবচেয়ে আকর্ষণ হলো এর কনটেন্ট ক্যাম্পাস । যেমন মহাগ্রন্থ আল-কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে-নুজুল, ব্যাখ্যা, শিক্ষা, বিধান, ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা, গণমানুষের প্রশ্ন-উত্তর ও ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা বক্তৃতা বা খুৎবাদানে পারদর্শী।

সুবিশাল এই আয়োজনে এবার তুলে দেয়া হয়েছে বয়স সীমা। ফলে সব বয়সী ট্যালেন্ট বিশেষ করে সম্মানীত খতিব সাহেবগণ লড়তে পারবেন এই প্রতিযোগিতায়।

এই প্রতিযোগিতার অডিশনের বিচারকার্যে অংশ নেবেন বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গণের বরেণ্য ইসলামিক স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এবারের আসরেও থাকছে মোট ২৫ লক্ষ টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপসহ সেরা ১০জন পাচ্ছেন পবিত্র ওমরাহ পালন, বিদেশ ভ্রমণ, বর্হিবিশ্বের বিভিন্ন শিক্ষাঙ্গন ঐতিহ্যবাহী স্থাপনায় শিক্ষা সফর, শরীয়াহ সম্মত জীবন ও স্বাস্থ্যবীমাসহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার।

এছাড়াও টিভি রাউন্ডে অংশগ্রহণ করতে পারলেই মিলবে নগদ টাকা, ক্রেষ্ট, সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

কয়েকটি বিষয়কে সামনে রেখে এবারের আয়োজন-
১. দেশে ও দেশের বাহিরের প্রত্যন্ত অঞ্চলে থাকা সুপ্ত প্রতিভাবানদের খুঁজে তাদের প্রতিভার বিকাশ ঘটানো।

২. পবিত্র বিনোদনের নির্মাণ চেতনায় নির্মিত এই অনুষ্ঠান দর্শকের জন্য একদিক থেকে হবে কুরআন সুন্নাহর জ্ঞান আহরণের এক নির্ভরযোগ্য মাধ্যম। অন্যদিকে সুস্থ বিনোদন প্রাপ্তির এক অনুপম সুযোগ।

৩. বিশ্বমানের ইসলামিক স্কলার তথা যুগোপযোগী আলেমে দ্বীন তৈরীর মাধ্যমে মানবিক পৃথিবী গড়তে অবদান রাখা।

৪. গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই আয়োজনের টাইটেল স্পন্সর “বেক্সিমকো গ্রুপ”।

বিশ্বমানের এই আয়োজনের টিভি রাউন্ডের পর্বগুলি দেখা যাবে পবিত্র মাহে রমজানে।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন আরটিভি, ভারতের আকাশ টিভি ও আমেরিকার আইটিভি ইউএসএসহ বিশ্বের ৪০টি গণমাধ্যমে।

রাজধানীর একটি খ্যাতনামা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি জনাব প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, “এই আয়োজন ইসলামি শিক্ষার উৎকর্ষসাধন, সম্প্রসারন ও আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখবে”।

বহুমূখী শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিগণ অংশ নেয়ায় এটি ট্যালেন্টদের সার্বজনীন মিলন মেলায় পরিণত হবে।

কুরআন নাজিল ও জ্ঞান চর্চার মাস মাহে রমজানে জ্ঞান পিপাসু দর্শকদের জন্য এই আয়োজন হবে সময়ের সেরা উপহার ।

এই রিয়েলিটি শো এর কন্টেন্ট এতোটাই তাত্ত্বিক, গবেষণালব্ধ এবং নির্মাণ পদ্ধতি সম্পর্কে আমি যতোটুকু জেনেছি, আমার মনে হয় যে কোন জ্ঞান পিপাসু দর্শক একটি পর্ব দেখলে সবগুলো পর্ব উপভোগ করতে আগ্রহী হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, সাবেক শিক্ষা সচিব ড. এন আই খান, ভারতের আলীগর বিশ্ববিদ্যালয়ের এরাবিক লিটারেচারের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সানাউল্লাহ হাবিবি, ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রফেসর ড. নকিব মো: নসরুল্লাহ, ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সামসুল আলম, বাংলা একাডেমীর পরিচালক ড. হারুনুর রশিদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকি আননদভী, আরটিভির অনুষ্ঠান প্রধান মোঃ রাকিব, বিক্রয় ও বিপণন প্রধান সুদেব চন্দ্র প্রমূখ।

রোডম্যাপঃ
দেশ ও দেশের বাহিরের অনলাইন রেজিষ্ট্রেশন শুরু: ২৩‘ জানুয়ারী ২০২৩ থেকে চলবে ১ ফেব্রুয়ারী ২০২৩।

দেশ ও দেশের বাহিরের অনলাইন বাছাই পরীক্ষা শুরু (লিখিত ও মৌখিক) শুরু: ২ ও ৩ ফেব্রুয়ারী ২০২৩।

অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে সকল বিভাগ ও দেশের গুরুত্বপূর্ণ জেলাসমূহে উপস্থিত থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা চলবে ১০ দিন ব্যাপি ফেব্রুয়ারী ২০২৩।

টিভি রাউন্ডের প্রতিযোগিদের নিয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা সপ্তাহব্যাপী ফেব্রুয়ারী ২০২৩।

টিভি রাউন্ডের প্রতিযোগিদের নিয়ে ঢাকায় গ্রুমিং ৩দিন ব্যাপী ফেব্রুয়ারী ২০২৩।

শ্যুটিং শুরুঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৩।

সোমবার বিকেলে ইসলামিক আইকনের মিডিয়া উইং ক্বারী সামছুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর