শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: পিটার হাস

ডেস্ক রিপোর্ট / ৫৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ

ঢাকা : বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র কাছ থেকে কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

নতুন মন্ত্রিসভা গঠনের পর বুধবার দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, ‘পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, যেমন: জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সংকট নিয়ে কীভাবে কাজ করব, সেসব বিষয়েও কথা হয়েছে। উভয় দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’

এর আগে মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গেও বৈঠক করেন পিটার হাস। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠক শেষে সাংবাদিকদের পলক বলেন, নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সম্ভাবনার সম্পর্ক আরও সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে।

টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন পিটার হাস।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর