শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট : / ৬৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:১৪ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছার পর সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এর আগে, সকাল ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। সকাল ১১টার পর টুঙ্গিপাড়ায় পৌঁছান সরকার প্রধান।

পরে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীপরিষদ সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করার পর টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় কর্মীসভায় বক্তব্য দেবেন। পরদিন কোটালীপাড়ায় কর্মীসভায় বক্তব্য দেবেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর