মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

ঢাকাসহ ৫ বিভাগে অতিভারি বৃষ্টি : চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

ডেস্ক রিপোর্ট / ১১ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ

ঢাকা : ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে আগামীকাল রোববার সকাল পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে পাহাড়ে ধসের আশঙ্কাও রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ভারি বর্ষণের সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এদিকে ভারি থেকে অতিভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টির পরিমাণকে ভারি ধরা হয়। আর ২৮৯ মিলিমিটার বৃষ্টির পরিমাণকে অতিভারি ধরা হয়।

অন্যদিকে নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর