মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

আশুলিয়ায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৯ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ

সাভার : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের টঙ্গীর চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন (৩০)’কে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এরআগে, শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে র‍্যাব-৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানাধীন দক্ষিণ মান্দারতলী এলাকার তাজুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গাজীপুরের টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী (বন্দি নম্বর ১০১৯) মোঃ আমির হোসেন ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর যৌথভাবে শুক্রবার রাতে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল থেকে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রেখেছিল ।

জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিকটিম হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আমির হোসেন তার বন্ধু নুর আলম, রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে হোসেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। বিগত ২০১০ সালের ০৫ জুন দুপুর ১টা ২০ মিনিটের দিকে হোসেনের বাড়ির পাশের চা দোকান থেকে তাকে তুলে নিয়ে পাগার এলাকায় নিয়ে গিয়ে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি করে । পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ওই ঘটনায় টঙ্গী থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর