বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

আশুলিয়ায় তিতাসের অভিযানে ছয় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬১ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি: সাভার জোনাল অভিস অভিযান চালিয়ে দুই কিলোমিটার এলাকায় অবৈধভাবে বাসা-বাড়িতে নেওয়া প্রায় ৬শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বুধবার (১২ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবুহ সালেহ মোখাদেম উদ্দিনের নেতৃত্বে সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

আবুহ সালেহ মোখাদেম উদ্দিন বলেন, কাঠগড়া এলাকার দুই কিলোমিটারের ভেতরে প্রায় ৬’শ অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সবগুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা যায়, উচ্চ চাপের গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা-বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে।

এক-দুই ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। আজকের এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

দুষ্কৃতিকারীরা রাতে অবৈধ সংযোগগুলো দিচ্ছে। আমাদের এই অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর