বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে চলছে বনের জমি উদ্ধার কার্যক্রম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ২৬ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ণ
কালিয়াকৈরে চলছে বনের জমি উদ্ধার কার্যক্রম

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দখল হয়ে যাওয়া বনের জমি উদ্ধারে কাজ শুরু করেছে বন বিভাগ। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দখল হয়ে যাওয়া এসব জমি উদ্ধার করা হচ্ছে। উপজেলার চন্দ্রা বিটের আওতাধীন সিনাবহ এলাকায় সম্প্রতি বনের জমি দখল হচ্ছে। যা উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বনবিভাগ সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তি রাতারাতি বনের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও বাসাবাড়ি নির্মাণ করে। এরই সুত্র ধরে গতকাল সিনাবহ স্কুল মাঠে স্থানীয় এলাকাবাসীর সাথে উপজেলা নির্বাহী অফিসার ও রেঞ্জ কর্মকর্তা মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতায় দখল হওয়া বনভূমি উদ্ধার কার্যক্রম শুরু করেন।

স্থানীয়রা এ উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং যারা এসব স্থাপনা তৈরি করেছে তারা নিজেরাই এসব ঘর বা স্থপনা সরিয়ে নেওয়া শুরু করেছে।

এদিকে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল স্থাপনা সরিয়ে ফেলার কার্যক্রম সম্পন্ন করা হবে। সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বন বিভাগ।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা  মনিরুল করিম জানান, সরকারি বিধি-বিধান অনুযায়ী বনের জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর