বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলা :৫০ শিশুসহ নিহত ৮৪

ডেস্ক রিপোর্ট / ১০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।

শুক্রবার রাতে গাজার গণমাধ্যম দফতর জানিয়েছে, হামলা চালানো ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম দফতর।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেয়া সম্ভব হচ্ছে না।

সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির বালবেক-হেরমেল এলাকায় শুক্রবার ইসরাইল বাহিনীর হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ জন আহত হয়েছেন। এ নিয়ে লেবাননে ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

এদিকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গুঞ্জন উঠলেও নেতানিয়াহু বাহিনীর অমানবিক আগ্রাসন যেন আরও বেড়েছে। এই অবস্থায় ইসরাইলের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না হামাস।

শুক্রবার সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। তিনি জানান, বন্দিদের মুক্ত করার জন্য স্বল্পমেয়াদী এ চুক্তি ইসরাইলের এক নতুন পাঁয়তারা। গাজায় যুদ্ধ বন্ধ না করেই বন্দিদের ফেরত চাওয়ার বিষয়টিকেও হামাস নাকচ করে দিয়েছে বলে জানান তিনি। বন্দিদের ফেরত পেলেও নেতানিয়াহু বাহিনী আবারও বোমা হামলা শুরু করতে পারে বলে শঙ্কা গোষ্ঠীটির।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর