মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

টঙ্গীতে ভেজাল খাদ্য বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৭২ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

টঙ্গী : গাজীপুর মহানগরীর টঙ্গীতে ভেজাল খাদ্য বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্তরের জনগণ।

সোমবার দুপুরে টঙ্গী স্টেশনরোড এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিরোধী শ্লোগান লেখা ফেস্টুন, ক্যাপ পরিধান করেন।

মানববন্ধন শেষে সভায় বক্তারা বলেন, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন। সব শ্রেণীর মানুষের লোভ ত্যাগ এবং ব্যবসায়ীদের ভালো মানসিকতাই পারে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে। ভেজাল খাদ্যের কারণে মানুষ ছাডাও জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সবার দাবী একটাই ভেজালমুক্ত খাদ্য চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের শফিকুল ইসলাম, মো: দিলদার হোসেন, রুপা রায় প্রমুখ সহ শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর