বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

ভবিষ্যতে ডেটা হবে একটি দেশের নেক্সট কারেন্সি

বর্তমান সংবাদ ডেস্ক : / ১১২ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতে ডেটা হবে একটি দেশের নেক্সট কারেন্সি। প্রতিনিয়ত যে ডেটা প্রডিউস হচ্ছে, এতে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাধ্যমে তা প্রতি মুহূর্তে জেনারেট হচ্ছে। যা কি না একটি দেশের জন্য অতি মূল্যবান সম্পদ।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় বলেন, ‘ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের তথ্য উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জোড়ালোভাবে কাজ করতে হবে। এটি অনেক সময় তৃতীয় পক্ষের কাছে চলে যাচ্ছে। সরকারের অনেক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ডেটাবেজ আছে, সেগুলো কিন্তু দেশে ও বিদেশের প্রাইভেট কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়ে যায়। অনেক সময় সাইবার ক্রিমিনালরাও আক্রমণ চালিয়ে ডেটাগুলো চুরি করার চেষ্টা করে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর