মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

শীতার্ত নিঃসঙ্গতা

তানজিন তামান্না অর্ণা / ২২৬ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ
ছবি প্রতিকী

শীতার্ত নিঃসঙ্গতা

তানজিন তামান্না অর্ণা

 

আজও কিছু খোঁজে মন
পাওয়া না পাওয়ার জরাজীর্ণ জীবন;
অসম্পূর্ণ ইচ্ছে ডানা
কেটে ছেঁটে বাদ দেওয়া ক্ষণ,
অপরিচিত পায়ে পায়চারী
পদচিহ্নের অসম মিলন;
হারিয়ে খুঁজে ফেরা মন
অনিয়ন্ত্রিত গাড়ির ব্রেক ফেল অঘটন যেমন,
ঘটনে পটীয়সী বাষ্পীভূত কনা
মেঘের মিলাদে শীতের বর্ষণ ;
হেমন্তের কাশে জমানো ভালোবাসা
শীতের দোলাচলে জমে পরিত্যক্ত।

নোঙ্গর ভেড়েনি মনে
দাড়বিহীন পানশী আজও জলে ছমকে;
জারজ শ্যাওলা চোখের কিনার ঘেঁষে
অতিথি পাখির ডানায় পাড়ি দিতে চায়
অজানা তেপান্তরে,
যুগান্তরের বলিরেখা আজ সুস্পষ্ট ভালে
নবপত্র পল্লবে বাসন্তী যে গান ধরে ;
সবুজের তার ছিঁড়ে তাও যেন
বেসুরে লেপ্টে কর্ণ বিবরে,
আমি হারিয়ে খুঁজে ফিরি আমাকেই
কিছু অচ্ছ্যুত ধুলিমাখা আসবাবে।

বহুবছরের স্পন্দনহীন তোমার স্মৃতির কুজ্ঝটিকায়
আজও মুষড়ে পড়ি অবচেতন মনে অবলীলায় ;
যে সুতোয় বেঁধেছিলে
ভোকাট্টার গল্পে আজ তুমিই উড়াল পঙ্খি,
আর ফিরে পাওয়া হবে না
যে সময় গিয়েছে চলে ;
আমার বুকে আছড়ে পড়া তোমার গভীর নিঃশ্বাস,
লাজুক চোখের দুষ্টু লুকোচুরি,
ঠোঁট কামড়ে কাছে ডাকার আকুলতা,
সবই আঁধার করেছে গ্রাস।
আজও এ কাঁধে কেউ মাথা রাখেনি ;
তোমার স্মৃতির বোঝায়…
কাঁধে অবশিষ্ট জায়গায়ই রাখনি,
যা দিয়ে গেছ একজীবনে শেষ হবার নয়।

ভুলে যাবার দোষ ছিল আমার ;
তাইতো আজও হারিয়ে খুঁজে ফিরি,
শীতের কোন্দলে তোমার ওমের ছোঁয়া পেতে
উষ্ণ লেপের ভাঁজে ;
ভুলো মন আজও কিছু আনমনে খুঁজে যায়…!!!

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর