বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে গড়ে উঠতে হবে-শিক্ষামন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৪৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ
ছবি : ফাইল

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র বই পড়ে শিক্ষিত হওয়া নয়, শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে আদর্শ ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে। প্রলোভনকে ‘না’ করে এবং রক্তচক্ষুকে উপেক্ষা করে নিয়মিত চর্চার মধ্য দিয়ে এই নৈতিকতা অর্জন করতে হবে।

বুধবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এথিকস ক্লাব বাংলাদেশের যুগপূর্তি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা মন্তব্য করেন তিনি। নৈতিকতাই শিক্ষার মূল ভিত্তি বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এবং ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দিসহ এগারো জনকে আদর্শ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া এথিকস ক্লাব বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিষয়ক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় তিন জনকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর