বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৭৮ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার : প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। দুর্নীতি দমনে কমিশনের পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করাই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি দমন এবং প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা বিগত এক বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় ডুসার সভাপতি মশিউর রহমান বলেন, ২০২৩ সালে নতুন বছরে ডুসা সকলের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যে কোনো সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে। ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে।

ডুসা প্রত্যাশা করে অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।

আর আর/ টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর