বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

আমার ফাগুন

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪৬২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ
ছবি: গীতিকবি শানু মল্লিক।।

আমার ফাগুন

শানু মল্লিক

জানিনা, তোমার ফাগুনের রং কেমন?
লাল?
নীল?
সবুজ?
নাকি হলুদ?
কিন্তু জানো? আমার ফাগুনের কোনো রং নেই। যে রঙে তুমি আমার সামনে আসো, আমি যেন ঠিক সেই রঙেই রঙ্গিন হয়ে যাই।

একাকার হয়ে বিলীন হয়ে যাই তোমাতে।

যেই ক্ষণে তুমি আমার দারস্থ হও,
ঠিক সেই ক্ষণেই যেন
আমার ফাগুন শুরু হয়ে যায়।

এক-পা দু-পা করে যখন
তুমি আমার সামনে এগোতে থাকো
ঠিক তখন যেন মনের বনে
বসন্তে কোকিল ডেকে ডেকে উঠে।
মাতোয়ারা হয়ে বেসুরো গান ধরে
যেই স্বরধ্বনি বেজে উঠে শুধু তোমারই নামে

কাছে এসে যখন হাতটি ধরো
ঠিক তখন যেন
লজ্জাবতী গাছের বহিঃপ্রকাশ ঘটে আমার মাঝে।
বসন্তের হাওয়ায় দোলতে থাকে মন।

আমার ফাগুন ঠিক এমন ই!

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর