শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৩৬ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ

হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে।

বৃহস্পতিবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত ‌জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা রেললাইনে নাশকতা করে এরা পরাজিত শক্তির দোষর। এরা খুনি, হত্যাকারী, এদের না বলুন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক না, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহতায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর