বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

সাতক্ষীরায় সিভিল সার্জন কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা / ১২৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ

সাতক্ষীরা : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় সিভিল সার্জন কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শুক্রবার দিনব্যাপি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ৯ দলীয় এ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অংশগ্রহন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা সদরের ডাক্তাদের টিম, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অংশগ্রহন করেন।

ক্রিকেট টুর্ণামেন্ট ৬ ওভারের নক আউট পর্বে ফাইনালে জয়লাভ করে চাম্পিয়ান হয়েছেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রানার্স আপ হয়েছেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্লেয়ার অফ দ্যা টুর্ণামেন্ট হয়েছেন কালিগঞ্জ টিমের মুকুল, সেরা উইকেট সংগ্রাহক হয়েছেন আশাশুনি টিমের শিমুল, প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন ডা: মিনাখ কুমার বিশ্বাস।

ক্রিকেট টুর্ণামেন্ট শেষে সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম অনুষ্ঠানের পুরষ্কার তুলে দেন এবং সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন কর্মস্থলে একই সাথে কাজ করলেও আমরা একে অন্যকে অনেক সময় জানার সুযোগ পায় না। এজন্য এই খেলার মাধ্যমে আমাদের আন্তঃপরিচয় ঘটে যাবে। প্রতিবছর ডাক্তারদের নিয়ে এই মিলনমেলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন কাপ ক্রিকেট টুর্ণামেন্টের দিনব্যাপি আয়োজনে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, দিনব্যাপি খেলায় ধারাভাষ্য দেন তথ্য অফিসের উচ্চমান সহকারী মো: মনিরুজ্জামান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর