মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

মে দিবসে সাভারে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সুধাসা

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২১৬ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ

সাভার : ১ লা মে মহান মে দিবস উপলক্ষে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সুনাগরিক ধামরাই সাভার (সুধাসা) কো-অপারেটিভ লিমিটেড নামের একটি বেসরকারি সেবামূলক সংগঠন।

বুধবার (১ মে) সকাল ১০ টার দিকে সাভার রেডিও কলোনী এলাকায় শতাধিক রিকশা চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

তীব্র তাপদাহে সারা দেশের মানুষ উষ্ঠাগত। বিশেষ করে শ্রমজীবি মানুষ। এরই ধারাবাহিকতায় তাদের একটু প্রশান্তি দিতে শতাধিক পথচারী ও রিকশাচালকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এছাড়াও সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাড়ান এবং নানা সহায়তা প্রদান করে থাকে।

সুধাসা কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি ডা: দেওয়ান মো: নূরুল ইসলামের নেতৃত্বে পানি ও খাবার স্যালাইন বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ সহকারি অধ্যাপক মো: হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য এ্যাডভোকেট আলমগীর কবির, প্রকৌশলী জাহাঙ্গীর আলম তুষার, মো: এরশাদ আলী, আল মমিন, মো: দেলোয়ার হোসেন, মো: আসলাম হোসাইন, শাহাদাৎ হোসেন লিটন, মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, মো: ওয়াহিদুজ্জামান প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর