মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনামুলক সভা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৫৯ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পৌর সভা মিলনায়তনে মাল্টিপার্টি এ্যাডভোকেসি এমএএফ’র সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ ও পৌরসভার যৌথ এ সভার আয়োজন করে।

এতে পুলিশসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পর্যটন নির্ভর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রন করেন।

সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি’র ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আবু হাসনাইন পারভেজ, মো.হুমায়ূন কবির,মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম পটুয়াখালীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপ দিপু হাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তোলা, পরিচ্ছন্ন সৈকত, বিনোদন ব্যবস্থা, পর্যটনের শৃঙ্খলা ফিরিয়ে আনা,পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহন, সৈকত ভাঙ্গন রোধে গুরুত্বারোপ করা হয়।

সভা সঞ্চালনা করেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর