বর্তমান সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাকশাল একদলীয় নয়, সব দল ও মত নিয়ে জাতীয় দল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। এর প্রমাণ আছে।
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কত হাঁকডাক, মির্জা ফখরুলের লালকার্ডের ফলাফল শূন্য। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটায় নেমে গেছে। তাদের কথা বিশ্বাস করে না এ দেশের জনগণ।’
দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ‘ট্রাম্পকার্ডের’ কথা তুলে তিনি বলেন, ‘ট্রাম্পকার্ডের ফলাফল কী হয়েছিল আপনারা সবাই জানেন। জলিল ভাইয়ের ট্রাম্পকার্ডের পর ফখরুল ইসলামের লালকার্ড ফলাফল শূন্য… লালকার্ড ভুয়া… ভুয়া। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, ৭ দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।’
বিএনপির আন্দোলনে জনগণ নেই দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন?’
তিনি বলেন, ‘কোনও ব্যক্তি হঠাৎ বাঁশিতে ফু দিলেন, আর স্বাধীনতা চলে আসলো তা নয়, আচমকা আসমান থেকে স্বাধীনতা আবির্ভূত হয়নি। স্বাধীনতার বীর বাঙালিরা হাজার বছর ধরে জীবন দিয়েছে—এই স্বাধীনতার জন্য। স্বাধীনতা একদিনে আসেনি। কোনও কোনও রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কথা বলে, এই দেশে গণঅভ্যুত্থান একবারই হয়েছিল। ৯০-এ যেটা হয়েছে সেটা গণআন্দোলন, গণঅভ্যুত্থান না। এরশাদের ভিত দুর্বল ছিল বলে গণআন্দোলনে পদত্যাগ করেছিল।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।