শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না: কাদের

ডেস্ক রিপোর্ট / ৭৯ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ

সহিংসতা করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বিরোধী যে কোন বিশৃঙ্খলার বিরুদ্ধে ইসিকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার বিরুদ্ধে। তাই সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনে আপত্তি নেই। জাতীয় পার্টিসহ শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হতে হবে। স্বতন্ত্র প্রার্থী নিয়ে অস্বস্তি অমূলক বলেও মন্তব্য তার।

তিনি বলেন, এদেশের কিছু লোক আছে যারা দেশকে ছোট করতে সব সময় বিদেশীদের কাছে দেশের বদনাম করে। মানুষকে অবরোধ করে বিএনপির রাজনীতি। দেশের নিরাপত্তার জন্য এই দল বড় হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রতিদ্বন্দ্বিতার কোন বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে ফলাফল আনতে হবে। কথা বলেন নির্বাচনের সেনা মোতায়েন প্রসঙ্গেও।

আওয়ামী লীগের হোক কিংবা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কাউকে সহিংসতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর