বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

চলতি সপ্তাহে ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

ঢাকা : এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাহেই ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৬ জন রোগী।

এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬৯ হাজার ৯২২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া বাকি দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫০১ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৫ হাজার ২৯৪ জন ছাড়পত্র পেয়েছে।

বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৬২৮ ডেঙ্গু রোগী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর