মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

গলাচিপায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ

 

মোঃ কাওসার আহম্মেদ, গলাচিপা (পটুয়াখালী) : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধায় ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

রোববার ভোর পৌনে ছয়টায় দিবসের শুভ সূচনায় গলাচিপা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক ও উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও পানপট্টি ও চিকনিকান্দি স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

পরে সকাল ৮ টায় তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ স্কুল কলেজের স্কাউট দল, ব্যান্ড দলের যৌথভাবে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে আনুষ্ঠানিকতা শুরু করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল।

উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম হাওলাদার, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক-শিক্ষিকা ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন গনমাধ্যমেরকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষিকা নুসরাত জাহান‌ আনা।

পরে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা সহ নানা ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কেএ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর