মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

কলাপাড়ায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৬৮ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১ টায় পৌর শহরের কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে কথা বলেন ওই কলেজের শিক্ষার্থী শ্রদ্ধা ভট্টাচার্য, প্রাপ্তি দেবনাথ ও ফাহিমা জেরিন সামিরা। বিপক্ষে কথা বলেন খাদিজাতুল কোবরা, সুফিয়া ও চৈতি কুন্ডু।

এর আগে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনঞ্জুরুল আলম।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রানী দত্ত, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুল খালেক, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পুলিন চন্দ্র হাওলাদার, শিক্ষক ও গণমাধ্যমকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, গণমাধ্যমকর্মী উত্তম কুমার হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো.মোস্তাফিজুর রহমান সুজন মৃধাসহ ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর