মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ; দুই জেলে দ্বগ্ধ

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) / ৬২ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে অগ্নি দ্বগ্ধ হয়েছে।

রবিবার রাত ৯ টার দিকে ধূলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ্রা হলেন, হারুন পাহলান (৬৫) ও আবুল সরদার (৫৫)। এসময় ট্রলারটির একাংশ বিধ্বস্ত হয়। আগুনে ঝলসে যাওয়া ওই দুই জেলেকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে হারুন পাহলানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আবুল সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদের বাড়ি পার্শ্ববতী গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সাগরে যাওয়ার জন্য ছয় জেলে প্রস্তুতি নিচ্ছিলেন। রাতের খাবারের জন্য জেলে হারুন পাহোলান ট্রলারে রান্না করছিলো। হঠাৎ বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙ্গে উড়ে যায়। এসময় অন্য জেলেরা আতংকিত হয়ে নদীতে ঝাপিয়ে পরে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে মারাত্মকভাবে অগ্নি দ্বগ্ধ হয়।

কলাপাড়া স্বাস্থ্য কমপেপ্লক্সের মেডিকেল অফিসার ডা: আব্দুল করিম জানান, আবুল সরদারের শরীরের বভিন্নি অংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর