মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

কলাপাড়ায় কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা

বর্তমান সংবাদ ডেস্ক : / ৭৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ

 

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্যোচ (ইপজিয়া) উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.আবদুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা, জমির উর্বরতার মান ঠিক রাখা ও গ্রাম পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে পারিবারিক পর্যায়ে কেঁচো সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর