স্টাফ রিপোর্টার : উৎপাদন বাড়াতে কৃষি খাতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শুক্রবার দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ভারত-বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
কৃষিমন্ত্রী এসময় বলেন, কৃষিতে ইতোমধ্যে শ্রমিক সংকট তৈরি হয়েছে। যদি এখনি আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ানো না যায়, তাহলে কৃষি পণ্যের উৎপাদন ব্যাহত হবে। তাই কৃষি খাতে বিনিয়োগের জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার বার্মাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় যান্ত্রিকীকরণ এই খাতকে সমৃদ্ধ করবে। সেই সাথে দুই দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2024 বর্তমান সংবাদ. All rights reserved.