বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

উড়ছে বার্সালোনা, স্বপ্ন দেখাচ্ছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক / ৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা : লা লিগায় রোববার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তাতে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রায় পুরোটা সময় প্রতিপক্ষের রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলেছেন, গোলের উদ্দেশে শট নিয়েছেন পাঁচটি, পেয়েছেন জোড়া গোলের দেখাও। সব মিলিয়ে এদিন ইয়ামাল ছিলেন বেশ ছন্দে, যা দলকে এনে দিয়েছে উদযাপনের উপলক্ষ।

ফ্লিকের অধীনে যেন চলতি মৌসুমে নতুন রূপে দেখা দিয়েছে বার্সেলোনা। তাদের সামনে পাত্তাই পাচ্ছে না কোনো দল। আগের ম্যাচে ভায়াদোলিদকে ৭-০ গোলে উড়িয়ে দেয়া বার্সা এদিন পেয়েছে হালি গোলের দেখা।

প্রথমার্ধেই জোড়া গোলে দলকে এগিয়ে দেন ইয়ামাল। শুরু থেকে কয়েকটি আক্রমণে ব্যর্থ হলেও ৩০তম মিনিটে সফলতার মুখ দেখে বার্সা। রবার্ট লেভানডফস্কির পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন ইয়ামাল। পরের গোল পেতে সময় নিয়েছেন মাত্র ৭ মিনিট।

রাফিনিয়ার ফ্রি কিকে বল ডি-বক্সে লেভানডফস্কির পায়ে লেগে বল পেয়ে যান ইয়ামাল। এরপর আর দেরি করেননি এই তরুণ, বক্সের কোনাকুনি অবস্থানে থেকে দারুণ ফিনিশিং করেন তিনি। ২-০ তে এগিয়ে যায় বার্সালোনা। ব্যবধান ধরে রেখেই যায় বিরতিতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়ায় বার্সালোনা। ৪৭তম মিনিটে কুন্দের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন ওলমো। ব্যবধান দ্রুত বাড়তে পারতো, তবে ৫৬তম মিনিটে লেভানডফস্কির শট ফিরিয়ে দেন জিরোনা গোলরক্ষক।

ফিরতি বলে এই অভিজ্ঞ স্ট্রাইকারের শট ঠেকান লোপেস। দুই মিনিট পর ইয়ামালের শট দারুণ রিফ্লেক্সে ব্যর্থ করে দেন গাস্সানিগা। তবে ৬৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন পেদ্রি। মার্ক কাসাদোর রক্ষণ চেরা পাস গোলরক্ষককে এড়িয়ে জাল খুঁজে নেন এই তরুণ মিডফিল্ডার।

এরপর অনেকটা খেলার ধারার বিপরীতে ৮০তম মিনিটে ব্যবধান কমায় জিরোনা। ব্যবধান কমান স্তুয়ানি। তবে তা জয়ের পথে বার্সার জন্য সমস্যা হয়নি। তবে বার্সা ধাক্কা খায় ৮৬তম মিনিটে। অপ্রয়োজনীয় ট্যাকলে লাল কার্ড দেখে বদলি নামা তোরেস।

এই নিয়ে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগায় চূড়ায় আছে বার্সেলোনা। ১১ করে পয়েন্ট নিয়ে পরের দু’টি স্থানে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।

উল্লেখ্য, আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে নামার আগে বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে বার্সেলোনা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর