ঢাকা : ঢাকার আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন। এরআগে সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো: নবীর ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)। সাদ্দাম হোসেন আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ফুটওভার ব্রীজের নিচে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় সাদ্দাম হোসেনের কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2024 বর্তমান সংবাদ. All rights reserved.