ঢাকা : শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদকাসক্ত, যৌনকর্মী ও বস্তিতে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির ঘাটতি পূরণের লক্ষে মুরগী পালনের খাঁচা ও মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে। সেই সাথে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই প্রশিক্ষণ প্রধান করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে কারিতাস উদ্যম প্রকল্পের আশুলিয়ার গণকবাড়ি শাখার উদ্যোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রান্তীক পর্যায়ের হত দরিদ্রদের মাঝে মুরগীর খাঁচা, মুরগীর বাচ্চা এবং মুরগীর খাদ্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে একটিবকরে খাঁচা, আটটি মুরগীর বাচ্চা ও মুরগীর খাদ্য বিতরণ করা হয়। যাতে তারা নিজেরাই ডিম এবং মুরগী পালন করে আমিষের চাহিদা পুরণ করতে পারে।
অন্যদিকে, যৌনকর্মী ও বস্তিতে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের দক্ষতা উন্নয়নে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যা সারা বছরই চলে।
এ সময় উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহমেদ খান, মাঠ কর্মকর্তা আগষ্টিন মিন্টু হালদার, ফরহাদ হোসেন, নোয়েল পাপ্পুদাস, হাজী ওয়াজউদ্দিন স্কুল এবং কলেজের শিক্ষক মো: আরিফুল ইসলাম প্রমুখ।