গাজীপুর : ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে আমবয়ানের মধ্য দিয়ে। ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন তাবলীগ জামাত, ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান। আর বাংলায় তরজমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন।
শনিবার সকালে শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লি অবস্থান করছেন টঙ্গীর তুরাগ তীরে। আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা।
জোহরের নামাজের পর আম বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা। এছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত
এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়াতি প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতা জনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2024 বর্তমান সংবাদ. All rights reserved.