শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

মেহেরপুরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ২০ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

মেহেরপুর : ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

বৃহষ্পতিবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। আটক দুজন চোরাচালানি বলে জানায় বিজিবি।

আটকতৃরা হচ্ছে- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাংগাইল মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। এদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালগুলি কাস্টমসে জমা দেয়া হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর গামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয়। পরে জেআর পরিবহন (যার নং-১৪-৬৭৯১) বাসে তল্লাশী চালায়। এসময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা এবং ০২ টি স্মার্ট মোবাইল ফোন। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মুল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর