Monday, 10 December 2018
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম

বিকেলে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

 ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

 

সমাবেশে নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

 

১৯৭১ সালের ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত বছরের অক্টোবর মাসে এই ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)।

 

জাতিসংঘের এই স্বীকৃতির পর আজ প্রথমবারের মতো দিনটি উদযাপন করছে আওয়ামী লীগ।

 

আজকের সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা ধরণের প্রচার চালানো হয়। সমাবেশ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

 

সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালন করছে আওয়ামী লীগ। এর মধ্যে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বর এর বঙ্গবন্ধু ভবন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

 

 

বর্তমান সংবাদ/জীবন

 

 

 

বর্তমান সংবাদ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ

অন্যান্য পত্রিকা