Monday, 10 December 2018
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম

জন্মের পাঁচ সেকেন্ড পরই হাসলো শিশু

বর্তমান সংবাদ ডেস্ক : শিশুর মুখের হাসি স্বর্গীয় অনুভূতি ছড়িয়ে দেয়। বিশেষ করে বাবা-মায়ের মনে এটি আলাদা তৃপ্তির জন্ম দেয় যা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তবে জন্মের পরই তো আর শিশু হাসতে পারে না। এ জন্য অন্তত কিছুদিন অপেক্ষা করতে হয়। চিকিৎসাবিজ্ঞান অন্তত তাই বলে। সে অনুযায়ী শিশুর পুরোপুরি হাসতে সময় লাগে ৬-১২ সপ্তাহ। কিন্তু সব হিসাব ভুল প্রমাণ করেছে এই শিশুটি।  

 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জন্মের মাত্র ৫ সেকেণ্ড পরই হাসতে দেখা গেছে একটি শিশুকে। তাও আবার যেমন তেমন হাসি নয়,  রীতিমতো ঠোঁটে লেগে রয়েছে সেই হাসি। নবজাতকের এমন হাসি সবাইকে অবাক করেছে! আর তাই এই হাসি গড়েছে  বিশ্ব রেকর্ড! শিশুটি বিশ্বের একমাত্র শিশু, যে জন্মের মাত্র ৫ সেকেন্ডের মধ্যে হেসেছে।

 

তার এই হাসি যেন চাঁদের বাধ ভাঙা হাসির তুলনাকেও ছাড়িয়ে গেছে। তাই তো শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোরগোল ফেলে দিয়েছে। শিশুর এমন হাসি সত্যিই আমরা বড় ভালোবাসি।

 

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ

অন্যান্য পত্রিকা