Monday, 17 December 2018
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম

ডিম আমিষ না নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা

বর্তমান সংবাদ :

লাইফ স্টাইল ডেস্ক : ডিম আগে নাকি মুরগি আগে এই জটিল ধাঁধার সমাধান যেমন আজও হয়নি, তেমনই ডিম আমিষ না নিরামিষ? এই বিতর্কের সমাধান আজও অধরা রয়েছে। অবশেষে বিজ্ঞানীরা জানিয়েছে, খাদ্যতালিকায় ডিমের আসল অবস্থান।

 

রোজের খাবারের তালিকায় ডিম থাকে না এমন মানুষ মেলা ভার। তবে আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। আর মুরগি জীবন্ত জিনিস। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে।

 

তবে গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিম মোটেও আমিষ নয়, বরং নিরামিষ। তাদের যুক্তি, ডিমের তিনটি অংশ। ডিমের খোসা, কুসুম এবং সাদা অংশ। গবেষণা বলছে ডিমের সাদা অংশ শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন ও কোলেস্টেরল।

 

বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা পরিপুষ্ট নয়। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।

 

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ

অন্যান্য পত্রিকা