Friday, 14 December 2018
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম

কানাডায় দাবদাহে ১৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
কানাডার দক্ষিণাঞ্চলীয় কুইবেক প্রদেশে ছয়দিনের তাপপ্রবাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় এসব লোকের মৃত্যু হয়।

এই প্রদেশে শুক্রবার থেকে এই তাপপ্রবাহ শুরু হয়েছে এবং যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বুধবার জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইস্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজন মারা গেছে।

রেডিও কানাডা বলেছে, বুধবার মন্ট্রিয়েলের উপকণ্ঠে দাবদাহে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে।

কানাডা সরকার কুইবেক প্রদেশের জন্য জারি করা সতর্কতা বার্তা বলেছে, ওই এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ ও আদ্রতাযুক্ত বায়ু প্রবাহ অব্যাহত থাকবে। তবে শুক্রবার তাপমাত্রা কমতে পারে। সূত্র: এএফপি ও টাইম


##বর্তমান সংবাদ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।##

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ

অন্যান্য পত্রিকা