Monday, 19 November 2018
RSS Facebook Twitter Linkedin Digg Yahoo Delicious
সংবাদ শিরোনাম

আশুলিয়ায় আওয়ামীলীগের আলোচনাসভা

কাজী শহীদুল্লাহ তনয়, সাভার :

ঢাকা-১৯ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নৌকা মার্কার পক্ষে আলোচনা  ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নওফেল হাউজিং সোসাইটির মাঠে এ আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাহমুদ, আশুলিয়া থানা তাতীলীগের সাধার সম্পাদক সুবিদ মাদবর, পাথালিয়া ইউপি ছাত্রলীগ নেতা মাহমুদ সজিব, সাংগঠনিক সম্পাদক রনি, সাবেক সভাপতি জুলহাস, যুবলীগের সাবেক ইউপি সভাপতি আব্দুল হালিম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ, ঘুঘুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবুল আহমদ, ব্যবসায়ী শাহাজ উদ্দিন দেওয়ান, ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান,৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী  এমদাদুল হক,৮নং ওয়ার্ডের মেম্বর হাসান সরদার, ৯ নং ওয়ার্ড মেম্বর নুর হোসেন, যুবলীগের আশুলিয়া থানা সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

 

বক্তারা এসময় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ হোচট খেলে কেউ ব্যবসা ও এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। তাই আওয়ামীলীগের প্রার্থী যেই হোক, নৌকা মার্কার পক্ষে সকলকে কাজ করার জন্য আহব্বান জানানো হয়। 

 

 

##বর্তমান সংবাদ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।##

নামাজের সময়সূচী

ওয়াক্ত শুরু জামাত
ফজর ৫-০৬ ৫-৪৫
জোহর ১২-১৪ ১-১৫
আসর ৪-২৩ ৪-৪৫
মাগরিব ৬-০৬ ৬-১১
এশা ৭-১৯ ৮-০০

ফেসবুকে আমরা

সর্বশেষ সংবাদ

অন্যান্য পত্রিকা